‘দেশের প্রতিটি জেলা হাসপাতালে ১০ আইসিইউ বেড থাকবে’

ডিএনবি নিউজ ডেস্কঃ

সারাদেশের প্রত্যেকটি জেলা সদর হাসপাতালে ১০টি করে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং কিডনি ডায়ালাইসিসের জন্য বেড রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নির্মাণ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে তিনি জানান।

বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিক প্রশ্ন উত্তর পর্বে বিরোধীদল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

কিডনি সংক্রান্ত চিকিৎসার সময় চিকিৎসকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আদৌও কিডনি রোগ আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। কীভাবে কিডনি রোগ থেকে দূরে থাকা যায় সে ব্যাপারেও সচেতনতা সৃষ্টি করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন উপস্থাপনকারী রুস্তম আলী ফরাজীর উদ্দেশ্যে একটু রসিকতা করে বলেন, যিনি প্রশ্ন করেছেন তিনি একজন চিকিৎসক। তিনি কী এখনও বিনাপয়সায় রোগী দেখেন? না কী শুধু, এমপিগিরিই করেন? সেটাও মাঝেমধ্যে বললে একটু ভালো হয়।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম