দুর্গাপুরে প্রবেশ গেট নির্মান কাজের উদ্বোধন

ডিএনবি নিউজ ডেস্ক:

ইতিহাস ঐতিহ্যের দিক থেকে নেত্রকোনা জেলার দুর্গাপুর একটি পুরাতন উপজেলা হিসেবে বেশ খ্যাতি রয়েছে। এসকল খ্যাতি ধরে রাখার জন্য এ উপজেলার বিভিন্ন ঐতিহ্য সমন্বয়ে একটি প্রবেশ গেট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার প্রবেশদ্বার ঝাঞ্জাইল এলাকায় এ গেট নির্মান করা হয়।

এ উপলক্ষে পবিত্র ধমগ্রন্থপাঠ ও মোনাজাত শেষে গেট নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুর ফেরদৌস আরা ঝুমা তালুকদার। এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ালীগ‘র নেতা মো. মফিজ উদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. শহীদুল ইসলাম, যুবলীগ নেতা মো. তজিব উদ্দিন তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: গেটের মুল স্ট্রাকচার ডিজাইন করেছেন বুয়েট (ঢাকা) এর চীপ ইঞ্জিনিয়ার মীর এনায়েত হোসেন এবং মুল নকশা শিল্পী হিসেবে আছেন অত্র এলাকার সন্তান ভাস্কর মাহমুদুল হাসান সোহাগ।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম