দুর্গাপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব-উল-আহসানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র এএসপি মাহমুদা শারমীন নেলী (দুর্গাপুর-কলমাকান্দা) সার্কেল,সহকারী কমিশনার ( ভূমি) রুয়েল সাংমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার, কর্মকর্তা ইন-চার্জ (ওসি) শাহ নুর-এ আলম, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল হান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় ২৫ মার্চের কালো রাত্রির সেইদিনের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন- বাংলাদেশের ইতিহাসে জগন্যতম দিন ছিল ২৫ মার্চ। ঐ দিনের ঘটনার সাথে জড়িতদের হোতা এখনো দেশে বাস করছে। তাদের প্রতিহত করার আহবান জানান মুক্তিযোদ্ধারা।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম