শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার

ডিএনবি নিউজ ডেস্ক:

বরিশাল মহানগরীর রূপাতলীতে রেডিও স্টেশনের পেছনে পরিত্যক্ত টয়লেটের উপর থেকে শণিবার শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের শিকার ওই শিশুটি রূপাতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯) বর

বরিশাল মহানগরীর রূপাতলীতে রেডিও স্টেশনের পেছনে পরিত্যক্ত টয়লেটের উপর থেকে শণিবার শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের শিকার ওই শিশুটি রূপাতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯) বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন সাংবাদিকদের বলেছেন, শনিবার সকাল নয়টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যেয়ে দেখতে পান রেডিও সেন্টারের পেছনে পরিত্যক্ত টয়লেটের উপর শিশুটির গলাকাটা মৃতদেহ পড়ে আছে। রাতের আঁধারে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

নিহত শিশুটির পিতা সগির হোসেন ঢাকায় সিএনজি চালক ও সেখানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। অবশ্য সগির হোসেনের প্রথম স্ত্রীর গর্ভজাত শিশুটি তার দাদি শিরীন বেগমের সাথে বরগুনা সদরের বদরখালি ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে বসবাস করত।

এম আর

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম