ডিএনবি নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২১। শনিবার নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঔষধ খাওয়ানো শেষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ডা. সৌরভ জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম প্রমুখ।