নেত্রকোণায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন

ডিএনবি নিউজ ডেস্ক:

শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দান কর্মসূচী। রবিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নেত্রকোণা জেলা পরিষদ কার্যলয়ের শীততাপ নিয়ন্ত্রিত একটি কক্ষে এই টিকাদান শুরু হয়েছে। জেলা সিভিল সার্জনের আয়োজনে জেলা পরিষদের সহযোগিতায় ফাইজারে টিকা কার্যক্রম উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। টিকাদান কার্যক্রমের প্রথমদিনে নেত্রকোণা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেয়া হয়।

প্রতিদিন সাতশত জন পরীক্ষার্থীকে জেলা পরিষদের এ টিকা কেন্দ্রে দুইটি ভোটে এ টিকা দেওয়া হবে। করোনা দুর্যোগে পরীক্ষার শুরু আগেই ফাইজের টিকা নিতে পেরে খুশি পরীক্ষার্থী ও অভিবাবকরা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় ১৮ হাজার ৭শত ২০ ডোজ ফাইজারে টিকা এসেছে। পর্যায়ক্রমে শিক্ষাবোর্ডের তালিকা অনুয়ায়ী জেলার কলেজ, মাদ্রাসাসহ ২১ হাজার ৭শত ৫০শের বেশি এইচ এস সি পরীক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে বলে জানান নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া। এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, সারাবিশ্বে অনেক দেশ যখন করোনা টিকার জন্য হাহাকার করছিলো তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে সারাদেশের সব মানুষ টিকা পাবেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম