সউদী আরবে আরো একটি নতুন স্বর্ণের খনির সন্ধান

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান মিলেছে সউদী আরবে। সউদী আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন শুক্রবার জানিয়েছে, তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন জানিয়েছে, মূলত বর্তমানে কাজ চলা স্বর্ণের খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে স্বর্ণের মজুত পেয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় স্বর্ণের সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে সউদী আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তারা সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম