গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের সুযোগ দিন

ডিএনবি নিউজ ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণসাহায্য পৌঁছানোর সুযোগ দিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রধানের মুখপাত্র স্টিফান ডুজারিক গতকাল (শুক্রবার) বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, বেসামরিক নাগরিকরা যেখানেই থাকুক না কেন তাদের সহায়তা পাওয়ার সুযোগ দেয়া উচিত।

স্টিফান ডুজারিক বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ উত্তর গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অনুরোধ অস্বীকার করে চলেছে। তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলে যে, ইসরাইল কর্তৃপক্ষ উত্তর গাজার কামাল আদওয়ান এবং আল-আওদা হাসপাতালে চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অনুরোধ নাকচ করেছে।”

ডুজারিকের মতে, গত সপ্তাহে হাসপাতালে একটি আন্তর্জাতিক জরুরি মেডিকেল টিম মোতায়েনের তিন দফা প্রচেষ্টায় বাধা দিয়েছে ইসরাইল।

উত্তর গাজা এক মাসেরও বেশি সময় ধরে সর্বাত্মক অবরোধের মধ্যে রয়েছে এবং সেখানকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা। এ অবস্থায় ফিলিস্তিনিরা দক্ষিণে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ইসরাইলি স্নাইপাররা এবং ড্রোন তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

# সুত্র: পার্সটুডে

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম