নেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে পৃথক তিন উপজেলায় এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কু-লী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২), একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির (২৮ ), মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আবদুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)। নিহত ও আহত সবাই মাঠে কৃষিকাজ করছিলেন বলে জানা গেছে। নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি গণমাধ্যমকে বজ্রপাতে সাত জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম