দুর্গাপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

ডিএনবি নিউজ ডেস্ক:

 

নেত্রকোনার দুর্গাপুরে কিছুদিনের মধ্যেই শুরু হবে বোরো ধান কাটা। চলমান করোনা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে দুই কৃষকের হাতে দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

 

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন, উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আদম শফিক ও দুর্গাপুর ইউনিয়নের হযরত আলী। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগ সদস্য বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সহঃসভাপতি পাভেল চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্যগন উপস্থিত ছিলেন।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম