পতেঙ্গায় ৬ পথচারীকে চাপা দিয়ে লরি পুকুরে, নিহত ২

ডিএনবি নিউজ ডেস্ক :

চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনার লরি পুকুরে পড়ে গেলে লরির নিচে চাপা পড়ে আসাদুজ্জামান সানি (১৯) ও সাকিব (৬) নামে পথচারী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১৭ মে) দিনগত রাত ৮টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সংলগ্ন  প্রজাপতি পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে শিশু সাকিবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন-উর-রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর সড়কে প্রজাপতি পার্কের কাছে একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই আসাদুজ্জামান নামের একজন নিহত হয়। পুকুরে নিখোঁজ থাকে শিশু সাকিব। ফায়ার সার্ভিস প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুরে লরির নিচে চাপা পড়ে থাকা শিশু সাকিবের লাশ উদ্ধার করে।

এই দুর্ঘটনায় আহতরা হলেন- নুরুল আমিন (২১), তাসপিয়া সুলতানা (২০), নুসরাত বেগম (৩৫) ও মো. ইমরান (৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত লরিচালক কামাল উদ্দিনকে আটক করেছে। দুর্ঘটনাকবলিত লরিটিও আটক করা হয়েছে।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম