পতেঙ্গায় ৬ পথচারীকে চাপা দিয়ে লরি পুকুরে, নিহত ২
ডিএনবি নিউজ ডেস্ক :
চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনার লরি পুকুরে পড়ে গেলে লরির নিচে চাপা পড়ে আসাদুজ্জামান সানি (১৯) ও সাকিব (৬) নামে পথচারী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (১৭ মে) দিনগত রাত ৮টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সংলগ্ন প্রজাপতি পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে শিশু সাকিবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন-উর-রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর সড়কে প্রজাপতি পার্কের কাছে একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই আসাদুজ্জামান নামের একজন নিহত হয়। পুকুরে নিখোঁজ থাকে শিশু সাকিব। ফায়ার সার্ভিস প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুরে লরির নিচে চাপা পড়ে থাকা শিশু সাকিবের লাশ উদ্ধার করে।
এই দুর্ঘটনায় আহতরা হলেন- নুরুল আমিন (২১), তাসপিয়া সুলতানা (২০), নুসরাত বেগম (৩৫) ও মো. ইমরান (৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত লরিচালক কামাল উদ্দিনকে আটক করেছে। দুর্ঘটনাকবলিত লরিটিও আটক করা হয়েছে।