ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র জিহাদ(১৪)নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া এলাকার সোমেশ্বরী নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই এলাকার দুলাল মিয়া ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় মাদ্রাসাতে পড়াশোনা করে জিহাদ। কয়েকদিন হয় জিহাদ ছুটিতে বাড়িতে এসেছে। ওইদিন দুপুরে জিহাদ ও তার বোন ডিঙ্গি নৌকা করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যায়। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে তাদের নৌকা বালুতে আটকে গেলে জিহাদ নেমে নৌকা সরানোর চেষ্টা করলে বালুর গর্তে পড়ে নিখোঁজ হয় জিহাদ। এরপর ছোট বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোজাখুজি শুরু করে। প্রায় ৪ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও সন্ধান মেলেনি জিহাদের। স্থানীয়রা ডুবুরিকে খবর দেয়।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি(ভার:) মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডুবুরিদলও শিশু উদ্ধারে প্রস্ততি নিচ্ছে। লাশ উদ্ধারের পর অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।