Your cart is currently empty!
ডিএনবি নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দৈনিক যুগান্তর এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের অংশগ্রহনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন শরীফ পাঠ শেষে যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি মাহমুদা শারমিন নেলী। অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহ:অধ্যাপক আব্দুল আজিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, স্বজন সমাবেশ এর সদস্য ডা. হাবিবুর রহমান, পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক এনসি সরকার, ধ্রæব সরকার, প্রেসক্লাব কোষাধ্যক্ষ এইচ এম সাইদুল ইসলাম, পল্টন হাজং, আফম সফিউল্লাহ, সুমন রায়, কে এস বাবু, শান্ত তালুকদার, মানবতার ফেরিওয়ালা রিক্সা চালক তারা মিয়া, সহকারী শিক্ষক হাসিনা আক্তার প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, শিক্ষক, শিল্পী, পাঠক, ব্যবসায়ী ও পত্রিকার হকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, ডাঃ কামরুল ইসলাম এর পরিচালনায় যমুনা গ্রæপের চেয়ারম্যান, স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply