কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই : মতবিনিময় সভায় শায়খে চরমোনাই

ডিএনবি নিউজ ডেস্ক :

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় ওলামায় কেরামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ডিসেম্বর’২৫ বুধবার সকাল ১০টায় রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টার আলমস রেস্তোরাঁয় ইমাম ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আজহারুল ইসলাম আজমী এর সভাপতিত্বে ঢাকা-৫ (ডেমরা- যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ওলামায় কেরামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যারা-ই রাষ্ট্র ক্ষমতায় ছিলো, কেউই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে নাই। বরং হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে ফেলেছে, দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে পঙ্গু করে দিয়ে রাষ্ট্রকে গভীর সঙ্কটের ফেলেছে। ফলে অতীতের শাসনব্যবস্থাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ ইসলামী নেতৃত্ব চায়, যারা সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশকে কল্যাণ ও ন্যায়ের পথে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকার কোনো বিকল্প নেই। তাদের নেতৃত্ব, নৈতিকতা, মাধ্যমে সমাজকে সঠিক ভাবে পরিচালিত করা সম্ভব, এর মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়। যা ওলামায়কেরামের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জামিয়া রব্বানীয়া মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস মুফতী বোরহান উদ্দীন রব্বানী, বায়তুন নুর মাদরাসার মুহতামীম শায়খুল হাদীস মুফতী মনিরুজ্জামান, জামিয়া আরাবিয়া আনোয়ারোর রহমানিয়া কোনাপারার মুহতামীম, শাইখুল হাদীস তাজুল ইসলাম সাহেব, জামিয়া নিজামিয়া কোদালদোয়া মাদরাসার মুহতামীম, মুফতী নেছার আহমদ, আন্তর্জাতিকক্বারী সাইদুল ইসলাম আসাদসহ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম