মিশরে পোশাক কারখানায় আগুনে নিহত ২০

dnb news:

মিসরের রাজধানী কায়রোর পূর্ব শহরতলী এলাকায় পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৪ জন। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।

আল জাজিরার খবরে বলা হয়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি কাজ করছে। গোটা এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। অ্যাম্বুলেন্সে হতাহতদের হাসপাতালে নিতে দেখা গেছে।

মেডিকেল সূত্রের বরাতে এএফপির খবরে বলা হয়েছে, রাজ্যের প্রসিকিউটর আগুন লাগার কারণ উদঘাটন করতে একটি কমিটি গঠন করেছে।

খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণ হিসেবে বলা হয়েছে নিরাপত্তা মান বজায় না রেখে নিম্নমানের ভবন তৈরি করা।

গত মাসে রাজধানী কায়রোর যমজ শহর গিজায় একটি ১৩ তলা ভবনের ভাণ্ডারে আগুন লাগে। সেখান অবস্থানকারীদের সরিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম