দুর্গাপুরে সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে জরিমানা

ডিএনবি নিউজ ডেস্কঃ

সারের দোকানে নেই মূল্য তালিকা। ফলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নিচ্ছেন বিক্রেতারা। ভোক্তা অধিকার আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক। মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেত্রকোনার দুর্গাপুরে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান।(১০ সেপ্টেম্বর) শনিবার দুপুরে উপজেলার কমুদগঞ্জ বাজারের এ অভিযান পরিচালিত হয়। পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। কৃষকদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। এ সময় উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) আনিস।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম