ডিএনবি নিউজ ডেস্ক :
জ্বালানীর অন্যতম অনুসঙ্গ হচ্ছে তেল। বাজারে তেলের দাম থাকলেও দুর্গাপুরে তা পাওয়া যাচ্ছে বিনা মুল্যে। পৌরশহরের কাচারী মোড় এলাকায় মোজাম্মেল হকের বাসায় বিদ্যুৎ এর খুটি গাড়তে গিয়ে বেরুতে থাকে কালো জ্বালানী তেল। বৃহস্পতিবার দুপুরে এ তেলের সন্ধ্যান মেলে।
এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুর পৌরশহরের কাচারী রোড এলাকায় ইাতোমধ্যে গড়ে উঠছে বহুতল বিশিষ্ট ইমারত। এ সকল বিল্ডিং গুলোতে বিদ্যুৎ এর খুঁটি পোতা সহ পাইলিং এর জন্য গাড়তে হচ্ছে লোহার পাইপ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মোজাম্মেল হক এর বিল্ডিংয়ের জন্য বিদ্যুৎ এর খুটি গাড়তে যায় মিস্ত্রী শফিকুল ইসলাম। তার বাসার সামনে প্রায় ৫ ফুট নিচে যাওয়া মাত্রই ঘন-কালো ডিজেল এর মতো তেল বেরুতে থাকে। পরে কেউ কেউ তা প্লাষ্টিক মগ দিয়ে উঠিয়ে আগুন জ্বালাতে গিয়ে বুঝতে পারে এটা কোন না কোন জ্বালানী দ্রব্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশ-পাশের উৎসুক জনতা প্লাষ্টিক বালতি, মগ ও কলসি নিয়ে সংগ্রহ করতে থাকে ওই তেল।
এনিয়ে স্থানীয় পান্থনীড় ফিলিং সেন্টারের কর্মচারী নুরুজ্জামান বলেন, এটা ডিজেলের চেয়ে একটু ঘন এক ধরনের জ্বালানী তেল। হয়তো ডিজেল কে রিফাইন করার আগে যা থাকে তেমন হবে হয়তো। আশ-পাশের কোন তেলের পাম্প ফেটে এটা আসতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা কোন পাম্পের তেল না। এটা মাটির গভীর থেকেই উঠে আসছে।
এ নিয়ে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। যদি সত্যিই এখানে কোন তেলের সন্ধ্যান পাওয়া যায়, তবে এটা রাষ্ট্রীয় সম্পদ। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।