দুর্গাপুরে ব্রীজের উদ্বোধন

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বেলতলী খালের উপর নব-নির্মিত ব্রীজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ ব্রীজের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ আলা উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল শাহাদাৎ বাবুল, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান, মো. আল আমিন, এস এম কামরুল হাসান জনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মোঃ আলা উদ্দিন বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রæতি মোতাবেক দুর্গাপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার পর্যায়ক্রমে আমি সেগুলো করে যাচ্ছি। ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সংস্কার ও নির্মাণ, পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেনের কাজ চলমান রয়েছে। এ সকল উন্নয়নের সুফল যাতে প্রতিটি পৌর নাগরিক পায় আমি সেই চেষ্টা করে যাচ্ছি। এ সকল কাজ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Print

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *