দুর্গাপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়ার ব্যবস্থাপনায় উপজেলার ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ ও বিশুদ্ধকরণ পানি সাপ্লাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ সামগ্রী বিতরন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার ঘাটাইল মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং টাস্ক ফোর্স গ্রæপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান,৭৭ পদাতিক মেজর মোঃ রিফাত আহমদ ভুইয়া, এডিএমএস মেডিকেল ব্র্যান্স কর্নেল শহিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামীম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, ইউপি চেয়ারম্যান শিব্বির আহাম্মদ তালুকদার বাচ্ছু প্রমুখ।

মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেন, দেশের প্রায় সকল জেলা বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও কিছু কিছু এলাকা নিদারুণভাবে আক্রান্ত হয়েছে। নেত্রকোনার খালিয়াজুরী, বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দার পাশাপাশি দূর্গাপুর উপজেলায় প্রায় ১,৫৫,৬৭০ জন মানুষ বন্যায় দুর্দশাগ্রস্ত এবং সেখানকার প্রায় ৩,৬২০টি পরিবার সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে। সকলেই বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগীতা করবেন, যেন আমরা আমাদের মহান দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম