কলমাকান্দায় প্রায় ২০ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক আটক

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তে বাংলাদেশে পাচারকালে বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

শনিবার গণমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ মে) আনুমানিক রাত ১০টায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ মনিরুল ইসলামের এর নেতৃত্বে ০৯ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে এ মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে আঠারো লক্ষ একানব্বই হাজার পাচঁশত পঁচানব্বই টাকা। জব্দককৃত এসব কসমেটিক সামগ্রী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম