ডিএনবি নিউজ ডেস্ক :
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে।
নাসিরজাদেহ গতকাল (রোববার) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ মন্তব্য করেন।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজায় দখলদার ইসরাইলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যাতে অন্তত ৪০ হাজার ৭৩৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগ নারী ও শিশু।
জেনারেল নাসিরজাদেহ বলেন, “দুর্ভাগ্যবশত আমরা ইসরাইলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না।” ফলে, ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরাইলের পরাজয় ডেকে আনবে।”#
পার্সটুডে