দুর্গাপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা, বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে এক মানববন্ধন হয়েছে। রোববার বিকেলে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জনগন দুর্গাপুর প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত (০৭ জানুয়ারি) শনিবার বিকেলে শাহাবুদ্দিন, মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহ পিস্তল হাতে নিয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এক বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল ও ঘরের দরজা ভেঙ্গে ওয়্যারড্রপ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়া যায়। এছাড়া যাওয়ার সময় ওই বাড়ী সংলগ্ন কওমী মহিলা মাদরাসা ও আসবাপত্র কুপিয়ে তছনছ সহ ব্যপক ক্ষতিসাধন করে যায়।

এনিয়ে শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন, মোতালেব সহ ১২-১৩ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি দিয়ে জখম করে এ বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। রানা (১৯),
রবিকুল (১৮), ইমন (১৮) ও তুহিন (১৮) নামে চারজনকে আটক করলেও বর্তমানে আমরা নিরাপত্তাহনিতায় ভুগছি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শিব্বির আহামেদ তালুকদার বলেন, এমন ঘটনা আমার ইউনিয়নের আগে কখনও ঘটনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নেয়ার পরামর্শ
দিয়েছি। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পর ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে সন্ত্রাসী শাহাব উদ্দিন এবং আব্দুল মোতালেবসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম