দুর্গাপুরে জাতীয় বীমা দিবস পালিত

ডিএনবি নিউজ ডেস্ক :

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমান, বেস্ট লাইফ ইন্সুরেন্সের অফিস ইনচার্জ শিউলি আক্তার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের অফিস ইনচার্জ আমজাদ হোসেন, বেস্ট লাইফ ইন্সুরেন্সের বি এম ফারুক আহমেদ, বি এম মিনারা আক্তার, রাখী দ্রং প্রমুখ।

ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, বীমা নিজের এবং সম্পদের সুরক্ষা করে। সে জন্যই আমাদের দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি বীমা চালু করি তাহলে নিজেদের জীবন এবং সম্পদের সুরক্ষা করতে পারব। তিনি আরো বলেন, বীমা কোম্পানি গুলোর সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। গ্রাহকের বীমার অর্থ গুলো গ্রাহকের হাতে সঠিক সময়ে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি উল্লেখ করেন।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম