ডিএনবি নিউজ ডেস্ক:
বেতন-ভাতা কাঠামো, পৃথক সচিবালয়, গ্রেড পরিবর্তন ও স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (৫ মে) সিনিয়র সহকারি জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে ন্যায্য বেতন-ভাতা নির্ধারণ এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এর ফলে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন বলে দাবি করা হয়। এ বৈষম্য নিরসনের লক্ষে মাননীয় প্রধান উপদেস্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। দ্রুত এই সংকট সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবি মানেশ চন্দ্র সাহা, সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদা মোস্তাফিজুর রহমান, বেঞ্চ সহকারি সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো কাম কম্পিউটার অপারেটর আব্দুল রায়হান প্রমুখ। এছাড়া আদালতের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।