দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে প্রথমবারের মতো মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (7 জুলাই) দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই ফল উৎসবের আয়োজন করা হয়।

এতে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, পেঁপে, কলা,  লটকন সহ দেশীয় বিভিন্ন প্রজাতির  ফলের সমাহার ছিল। পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাভিদ রেজওয়ানুল কবীর।, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ শহীদুল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা শাশুল তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারন সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ । তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর  স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সবার সম্মিলিত ও স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে  উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত আমাদের এই ফল উৎসব। বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। এ দেশের মাটি অনেক উর্বর। এ দেশের মাটিতে কয়েকশ প্রজাতির মৌসুমী ফল উৎপাদন হয়। কিন্তু অনেক ফলের সাথেই আমাদের বর্তমান প্রজন্মের পরিচয় নেই। এসব ফলের সাথে তাদের পরিচয় করিয়ে দিতেই মূলত পথ পাঠাগারের এই আয়োজন। এদেশ ছয় ঋতুর দেশ, প্রায় সব মৌসুমেই বিভিন্ন প্রজাতীর ফল পাওয়া যায়।

বাংলাদেশের মতো এমন সুজলা, সুফলা, শস্য, শ্যামলা দেশ বিশ্বের বুকে খুব বিরল। কেননা অন্যান্য দেশে দেখা যায়, অনেক শীত, অনেক বৃষ্টি, অথবা অনেক গরম। কিন্তু বাংলাদেশের মতো এমন সবুজ ও সতেজ দেশ দেখা যায় না বললেই চলে। এ দেশে মৌসুমী ফলের পাশাপাশি শীতকালে বিভিন্ন জাতের সবজি চাষ হয়। এসব ফল ও সবজি কেবল সুস্বাদু নয়; বরং অনেক স্বাস্থ্যসম্মত। এসব খেলে অনেক রোগ-ব্যাধি থেকে প্রতিকার পাওয়া সম্ভব।

সবাইকে খালি জায়গায় সুযোগ অনুযায়ী গাছ লাগানোর এবং বেশি বেশি করে দেশি ফল খাওয়ার আহ্বান জানান।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম