প্রয়াত রেস্লিং সুপার স্টার উমাগার ছেলের ইসলাম গ্রহণ

dnb news :

প্রয়াত কুস্তিগীর উমাগার পুত্র জিলা ফাতু ইসলাম গ্রহণ করেন। তিনি একটি ইউটিউব ভিডিওতে তার ধর্মান্তরের ঘোষণা দেন। জিলা ইসলামে তার যাত্রাকে ‘সুন্দর’ বলে বর্ণনা করেছেন। তিনি কারাগারে ধর্মপ্রাণ মুসলিম বন্দীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং সেখানে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করেছিলেন।

জিলা ফাতু তার ফিটনেস এবং মেডিটেশন ভিডিওর জন্য পরিচিত, তিনি তার ইউটিউব চ্যানেলে ‘সানডে ফান্ডে’ ব্লগের সময় ইসলাম গ্রহণের ঘোষণা দেন।

জিলা ফাতু টেক্সাস স্টেটে ভয়াবহ ডাকাতির অভিযোগে ছয় বছরের সাজা ভোগ করেছে।

২৭ বছর বয়সী এই যুবক বলেছেন যে, ‘তিনি কারাগারে থাকাকালীন ইসলাম সম্পর্কে কৌতূহলী ছিলেন এবং ধর্মের উপর অনেক অধ্যয়ন ও গবেষণার পরে ৩রা এপ্রিল, ২০২২-এ ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন কারাগারে ধর্মপ্রাণ মুসলমানদের আচরণ দেখে।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার জীবন এবং ইসলাম সম্পর্কে বলার জন্য শুধুমাত্র ইতিবাচক জিনিস আছে। জনগণকে ইসলাম সম্পর্কে সচেতন করতে এবং আধ্যাত্মিকতার পথে যেতে অনুপ্রাণিত করতে জিলা ফাতে তার প্ল্যাটফর্ম ব্যবহার করবেন বলেও জানান।’
সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

Print

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *