ডিএনবি নিউজ ডেস্ক :
প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধস হয়েছে। এ ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং চারজন এখনও নিখোঁজ রয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক রয়টার্সকে বলেন, ‘এখানে ২৮ জনের মৃত্যু হয়েছে এবং আমরা এখনো নিখোঁজ আরো চারজনকে খুঁজছি।’
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত থেকে বন্যা তানাহ দাতার অঞ্চলে কাদা নিয়ে এসেছে। বন্যার প্রভাব পাঁচটি উপজেলায় পড়েছে। ৮৪টি আবাসন ইউনিট এবং ১৬টি সেতু দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।