দুর্গাপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্কঃ

জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মো. আলমগীর মীরধা, পিতাঃ মৃত ওয়াহেদ আলী মীরধা পৈত্রিক ৪.৭৩ শতক জমি এলাকার প্রভাবশালী কতিপয় লোকজন দখল করে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ নিয়ে মৃত ওয়াহেদ আলী মীরধার সাত সন্তানদের পক্ষে লিখিত বক্তব্যে আলমগীর বলেন, ওই এলাকার বিভিন্ন খতিয়ানে মোট ৪ একর ৭৩ শতাংশ ভুমি সংশ্লিষ্ট দপ্তর থেকে বন্দোবস্ত নিয়ে জঙজ এবং ইজঝ এর মালিক হন ওয়াহেদ আলী মীরধা। এ অবস্থায় ওই এলাকার প্রভাবশালী পাপ্পু মিয়া, শিপ্লু মিয়া উভয় পিতা মৃত রুহুল আমীন চুন্নু, আহাম্মদ আলী, বাদ মিয়া, রকিবুল হাসান, বাবুল মিয়া, আব্দুল আজিজ, ইউন্নস আলী, নুর-ইসলাম, আব্বাস আলী, উজ্জল মিয়া, মজনু মিয়া সহ আমার পিতার জীবদ্দশাতেই সম্পুর্ন অন্যায় ভাবে ওই প্রভাবশালী মহলটি তফসিলে বর্নিত ভুমি জোরপুর্বক বেদখল করে নেয়। এই অবস্থায় আমাদের পিতা-মাতার মৃত্যুর পর স্থানীয় ভাবে এলাকার গন্যমান্যদের নিয়ে বহু দেন-দরবার করেও প্রভাবশালী মহলের কাছ থেকে জমি উদ্ধার করতে পারি নাই। বর্তমানে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে নানা কষ্টে দিনাতিপাত করছি। ভুমি দস্যুরা ভুমি উদ্ধারে আমাদের তৎপরতা দেখে নানাভাবে হুমকি ধমকি প্রদর্শন করছে । আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার পিতার নামীয় ভুমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

এ সময় অন্যদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম, এম এ মান্নান তোতা ও হেলেনা আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম