দুর্গাপুরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

ডিএনবি নিউজ ডেস্ক :

‘‘বিনামুল্যে প্রশিক্ষণ গ্রহন করি-কর্মসংস্থান মুলক জীবন গড়ি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুর পৌরসভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায়, দুঃস্থ মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর উদ্যোগে বিনামুল্যে এক সেলাই প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সংস্থার কার্যালয়ে দুঃস্থ্য মহিলা প্রশিক্ষনার্থীদের অংশগ্রহনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধন পুর্ব আলোচনা সভায়, আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীরের সঞ্চলনায়,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুল তালুকদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, আইইডিএস এর চেয়ারম্যান মতিলাল হাজং সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে স্থানীয় ২১ দুঃস্থ মহিলা সদস্যদের মাঝে বিনামূল্যে এ সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। হরিজন সম্প্রদায়ের প্রশিক্ষণ গ্রহনকারী বেবি বাসপর বলেন, আমরা নিতান্তই গরীব মানুষ। আইইডিএস সংস্থ্যা আমাদের মতো ক্ষুদ্র মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষে বিনামুল্যে যে প্রশিক্ষণনের ব্যবস্থা করেছে, আমরা এতে খুবই খুশি। এই প্রশিক্ষণ পেয়ে আমরা নতুন করে বাঁচতে শিখবো।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম