দুর্গাপুরে জেলা প্রশাসকের বিভিন্ন কার্যালয় পরিদর্শন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে জেলা প্রশাাসক অঞ্জনা খান মজলিস সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা নির্বাহী অফিস, দুর্গাপুর পৌরসভা কার্যালয়, দুর্গাপুর থানা, চন্ডিগড় ভূমি অফিস এবং বীর নিবাস কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক সুজন হাজং, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ওসি শিবিরুল ইসলাম প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, কাউন্সিলর নুরুল আকরাম খান, কামরুল হাসান জনি, বিউটি আক্তার, ইব্রাহীম খলিল টিপু, মানসুরা বেগম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যপি এ কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া সাধারণ মানুষ, সরকারি কোন দপ্তরে গিয়ে যেন কোন প্রকার ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে লক্ষ্য রাখতে উপজেলার সরকারি বে-সরকারি সকল দপ্তর প্রধানদের নির্দেশ দেন।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম