Your cart is currently empty!

দুর্গাপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সুর্য্যদয়ের সাথে সাথে সর্বস্তরের অংশগ্রহনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সঙ্গীত পরিবেশন, পুলিশ বাহিনীর কুচকাওয়াজ সহ সকল মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেণ সিনিয়র এএসপি (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, অফিসার ইন-চার্জ (ওসি)শাহ নুর-এ আলম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাবেক মোঃ সোহরাব হোসেন তালুকদার, উপস্থিত পৌর মেয়র আলা উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলা উদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ভাইসচেয়ারম্যান নাজমুল আকঞ্জি নীরা, পারভীন আক্তার প্রমুখ।
এছাড়া ওই দিন দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সিপিবি‘র আয়োজনে আলোচনা সভা এবং স্থানীয় উপাসনালয় গুলোতে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা ও বিকেলে প্রতিযোগিতামুলক খেলাধুলা শেষে সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, আলোকসজ্জা প্রদর্শন, পুরস্কার বিতরণসহ উপজেলা শিল্পকলা একাডেমমি‘র পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।
আলোচনায় বক্তারা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সাংস্কৃতিক বিপ্লবের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply