ডিএনবি নিউজ ডেস্ক:
সারাদেশে করোনা প্রেক্ষাপটে দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল বিভাগ করোনা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ১১ এপ্রিল রোববার স্থানীয় সাংবাদিকদের এক সাক্ষাতে এ কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মামুনুর রহমান।
কোভিড ১৯ এর বিষয় নিয়ে হাসপাতালে গিয়ে জানা গেছে, অত্র এলাকায় কয়েজজন কোভিড এ আক্রান্ত হওয়ার পর জরুরী ভিত্তিতে হাসপাতালকে করোনা যুদ্ধ মোকাবেলার লক্ষে উদ্দ্যেগ গ্রহন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ৫০ শয্যা হাসপাতালের মধ্যে শুধুমাত্র কোভিড রোগীদের জন্য আলাদা ভাবে উন্নতমানের ১০টি বেড ও প্রয়োজনী ইনস্টুমেন্ট প্রস্তত রাখা হয়েছে। দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় করোনা আক্রান্ত রোগীদের স্থানান্তরিত করা, টীকা দান, নমুনা সনাক্ত করণ সহ যাবতীয় কাজের জন্য অভিজ্ঞ ডাক্তার-নার্সগন সমন্নয়ে গুর্ণায়মান একটি টিম গঠন করা হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক শতভাগ কাজ করতে প্রস্তত রয়েছেন ঐ টিম। এ ছাড়া টীকাদান সহ অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। এ কাজ সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতাও চেয়েছেন ডাঃ মো. মামুনুর রহমান। এ সময় আবাসিক মেডিকেল অফিসার(ভার:)) ডা. মো. তানজিরুল ইসলাম রায়হানসহ অন্যান্য মেডিকেল অফিসারহন উপন্থিত ছিলেন।