ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শাহিদিয়া ইমদাদিয়া ঝাঞ্জাইল মাদ্রাসার আগামীকাল মঙ্গলবার বেলা ২ ঘটিকা হইতে বাৎসরিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হইবে ।
উক্ত মহা সম্মেলনে পীরে কামেল, আলহাজ্ব আল্লামা জিয়াউদ্দিন সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, কারানির্যাতিত মজলুম আলেমে দ্বীন, শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস, বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত আমীর, আল্লামা মামুনুল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী, মাওলানা মুফতি মুজিবুর রহমান চাটগামী, মাওলানা মুফতি ইলিয়াছ হামিদী , মাওলানা মুফতী অলিউল্লাহ্, মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফী, মাওলানা মুফতি সালমান ফার্সী, মাওলানা মুফতি আনিসুর রহমান, মাওলানা মুফতি উবায়দুর রহমান হোজাইফী, মাওলানা মুফতি আবুল কালাম তৈয়্যবী, মাওলানা মুফতি আব্দুল মালেক, মাওলানা মুফতি এনামুল হক আইয়ুবী প্রমূখ। আরোও দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ ও নছীহত পেশ করবেন।
মাহফিল কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছেন। ।