Your cart is currently empty!
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বিগত তিন বছরের কার্যক্রম ও বরাদ্দ সঠিক ব্যয় হয়েছে কিনা তা নিয়ে জবাবদিহিমুলক মতবিনিময় সভা করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান এর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়, সকল স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও সুশীল সমাজের নেতাকর্মীগনের উপস্থিতিতে বিগত তিন বছরের কার্যক্রম তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ নেতা মো. মফিজ উদ্দিন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, এডভোকেট মানেশ সাহা, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ব্যবসায়ী আবু রায়হান, যুবলীগ নেতা ষ্ট্যালিন মোমেন ইবনে সায়িদ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বলেন, দুর্গাপুরে উপজেলা পরিষদ সৃষ্টির পর থেকে এ ধরনের জবাবদিহি মুলক অনুষ্ঠান কেউ করেছেন কি না আমার জানান নাই। প্রতিটি কাজের স্বচ্ছতার লক্ষে আগামী দু‘ বছর এভাবেই জনতার মুখোমুখি হয়ে, দুর্গাপুর বাসীকে সাথে নিয়ে বাকী কাজ গুলো সুন্দর ভাবে সম্পন্ন করতে চাই। আলোচনা শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply