ডিএনবি নিউজ ডেস্ক:
তরুণদের নেতৃত্বে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়ে চলে দীর্ঘ সময়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
বৈঠকে হেফাজতে ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
বৈঠকে হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।
অপর দিকে এনসিপির নেতাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আশরাফ মাহদী ছাড়াও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশ করবে। এর প্রস্তুতিতে পুরোদমে সময় কাটাচ্ছেন হেফাজত নেতারা। ধারণা করা হচ্ছে, সেই মহাসমাবেশ ইস্যুতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জোরালো করতে চায় হেফাজত। সে লক্ষ্যে এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায় করছে সংগঠনটি।