ভালোবাসা দিবসে থাইল্যান্ডে ৫২ প্রেমিক জুটি হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন। রোববার রাজধানী ব্যাংককের পূর্বদিকে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে বিয়ের কাজটি সারেন তারা।
রয়টার্স জানিয়েছে, হাতির র্যালির সামনেই ছিল নৃত্যশিল্পী ও ব্যান্ড পার্টি। হাতিগুলোর পিঠে ছিলেন প্রেমিক জুটি। বিয়ের কাজটি সারতে পৃথক হাতিতে ছিলেন স্থানীয় এক কর্মকর্তা।
পাটিফাত প্যান্থানন নামে এক বর বলেন, ‘আমি অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম, আমি যদি বিয়ের লাইসেন্সে স্বাক্ষর করতে পারি তাহলে এটি হবে ব্যতিক্রমী অনুষ্ঠান।’
হাতির পিঠে চড়ে বিয়ে অবশ্য থাইল্যান্ডে নতুন কিছু নয়। প্রতি বছর চনবুরি প্রদেশের নং নুচ ট্রপিক্যাল গার্ডেনে এই আয়োজন হয়ে থাকে। অন্যান্য বছর প্রায় ১০০ জুটির বিয়ে হলেও এবার করোনার কারণে সংখ্যা ছিল কম।
ঢাকা/আলো