হাইফা বন্দরের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ

ডিএনবি নিউজ আন্তঃ ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীর একটি সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা।

সংগঠনটি গতকাল (রোববার) শেষ বেলায় এক বিবৃতিতে বলেছে, হাইফা বন্দরের এলিয়াকিম প্রশিক্ষণ ঘাঁটিতে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দৃঢ়প্রতিজ্ঞ জনগণ এবং তাদের সম্মানিত ও সাহসী প্রতিরোধের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইসরাইলি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এর পাশাপাশি লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।

বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা শহীদ হাসান নাসরুল্লাহর সেবায় নিয়োজিত রয়েছে এবং তারা ইসরাইল-বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এলিয়াকিম ঘাঁটিতে নিখুঁতভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

হাইফা বন্দর নগরীতে ড্রোন হামলার পাশাপাশি ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ইহুদিবাদী ইসরাইলিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া, অধিকৃত নেতানেয়া শহরের বেইত লিদ সামরিক ঘাঁটি এবং ইসরাইলের পশ্চিমাঞ্চলীয় ব্রিগেড কমান্ডের সদর দপ্তরেও গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে।#

# পার্সটুডে

Print

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *