ডিএনবি নিউজ ডেস্ক:
ওমরাহ যাত্রীদের সৌদি আরবে আসা ও যাওয়ার জন্য কোন বিমানবন্দর নির্দিষ্ট করা হয়নি। তারা যেকোনো আন্তর্জাতিক বা স্থানীয় বিমানবন্দর থেকে সৌদি আরবে আসতে ও যেতে পারবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আল আরাবিয়া’র।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, ওমরাহ যাত্রীরা সৌদি আরবে ৯০দিন থাকতে পারবে। এ সময়ে তারা নির্দ্বিধায় মক্কা, মদিনা এবং সৌদির অন্যান্য শহরে যেতে পারবে।
ওমরাহর ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। ওমরাহ জন্য ইটমারনা আবেদন নিবন্ধন অত্যাবশ্যকীয়। ওমরাহকারী করোনামুক্ত এটা নিশ্চিত করার জন্য ইটমারনা আবেদন নিবন্ধন করতে হবে। ইটমারনা অ্যাপে নিবন্ধনের জন্য সৌদি আরবের বর্তমান ভিসা বাধ্যতামূলক।