ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-
ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। আলোচনা শনিবার সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
তৃতীয় দফার আলোচনা শেষ হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এবারের আলোচনা আগের দুই দফা আলোচনার চেয়ে তুলনামূলক অনেক বেশি একনিষ্ঠ ও নিবিড় ছিল এবং আমরা কিছু কারিগরি বিষয় নিয়েও কথা বলেছিল। বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনাও গুরুত্বপূর্ণ ছিল।
সাইয়্যেদ আব্বাস আরাকচির মতে, উভয় পক্ষই আলোচনায় আন্তরিকতা দেখিয়েছে, যা অগ্রগতির লক্ষণ। যদিও ইরানি আলোচক দল এখনও সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
নানা জল্পনার জবাবে আরাকচি আরও বলেন, আমাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতে এবং আমরা অন্য কোনও বিষয় এখানে নিয়ে আসব না। আমরা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করছে। তিন দফা আলোচনাতেই এই বিষয়টি মেনে চলা হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর এক্স নেটওয়ার্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাইদি বলেছেন, আগামী ৩ মে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে।
ইরানের কূটনৈতিক সূত্র জানিয়েছে, তৃতীয় দফার আলোচনায় বিশেষজ্ঞ এবং কারিগরি টিমের মধ্যেও কথা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন রাজনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ্ত রাভানচি এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। আর আমেরিকার বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন মাইকেল অ্যান্টন।
সূত্র: পার্সটুডে-