করোনাভাইরাস রূপ বদলের কারণে ইরানে সংক্রমণের চতুর্থ দফা ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। শনিবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণের বিস্তার রোধে ওই অঞ্চলের ৯টি শহরকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একই দিন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি ইরানের মেডিকেল কলেজগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে বলেছেন, ‘আমাদের জন্য কঠিন দিন শুরু হয়েছে এবং আপনাদেরকে অবশ্যই সবচেয়ে অনিয়ন্ত্রিত রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, যেটি দুর্ভাগ্যবশত আমাদের দেশে সংক্রমণ ঘটাচ্ছে।’
তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে মারা যাওয়া তিন জনের দেহে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি পাওয়া গেছে। এদের মধ্যে এক জন ৭১ বছরের বৃদ্ধও রয়েছেন। অথচ তার কোনো ভ্রমণ ইতিহাস নেই। রূপান্তরিত ভাইরাসটি ছড়াতে শুরু করেছে এবং শিগগিরই এটি শহর, গ্রাম কিংবা পরিবারের মধ্যে সংক্রমণ ঘটাবে বলেও সতর্ক করেন নামাকি।
ঢাকা/আলো