বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইসমাঈল (২৫) নামক এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি মাদারীপুর জেলায় একটি কওমি মাদরাসায় সহকারী শিক্ষকের দায়িত্বে ছিলেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের শশুর আব্দুল রহিম জানান, গত ২৯ আগস্ট ৪ দিনের ছুটি নিয়ে ইসমাঈল তার গ্রামের বাড়িতে আসেন। সোমবার সে তার কর্মস্থল মাদারীপুর যাওয়ার কথা ছিল। রোববার সকাল ৭টার দিকে সে ঘরে ফ্যানের সুইচ মেরামতের কাজ করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Print

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *