বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ

ডিএনবি নিউজ ডেস্ক:

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসরের শেষ দিন আজ। মেলার স্থায়ী ভেন্যু পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো বসেছে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা।

রোববার শেষের আগের মেলায় ছিল ছুটির দিনের মতো ভিড়। তবে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না সেখানে। মেলায় প্রবেশে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও দর্শনার্থী বিক্রেতাদের মতো কর্তৃপক্ষও ছিল উদাসীন।

শেষের দিকে কম দামে পণ্য কেনার আশায় মেলায় এসেছেন অনেকে। তাদের বেশিরভাগই গৃহস্থালি, কাপড় ও ইলেকট্রনিক পণ্যের স্টলে ভিড় করেছেন। দামে ছাড় আর হোম ডেলিভারির অফারে অনেকেই কিনছেন পণ্য।

বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন ইপিবির সচিব ও বাণিজ্যমেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনা সংক্রমণ রোধে মেলায় প্রবেশের সময় দর্শনার্থীরা যাতে মাস্ক পরে প্রবেশ করে সে ব্যাপারে আমরা খুব কঠোর ছিলাম। তবে সাধারণ মানুষ সচেতন না থাকলে তো আর কিছু করার থাকে না।

Print

সম্পর্কিত পোস্ট

''আপনার মতামত দিন''

ডিএনবি নিউজ ২৪.কম