নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

ডিএনবি নিউজ ডেস্ক:

‘‘দাম কমাও-জান বাঁচাও’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সার, ডিজেল-পেট্রোলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি এক মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির আহবায়ক মোঃ রহমত আলী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি আল-আমিন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ ও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নতুন কোন কর্মসংস্থান এর সৃষ্টি না হওয়ায় দারিদ্রতার হার বেড়েছে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয়পন্য ও দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি পেলে সাধারন খেটে খাওয়া মানুষ না খেয়ে মরবে। অবিলম্বে সার, ডিজেল-পেট্রোল, চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানানো হয়।

Print

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *