ডিএনবি নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুরে জালাল হত্যার প্রতিবাদ পরিষদের উদ্দ্যেগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে গাঁওকান্দিয়া ও বিরিশিরি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারকে এ অর্থ বিতরণ করা হয়।
জালাল হত্যার প্রতিবাদ পরিষদের প্রধান উপদেষ্টা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করায় তার প্রতিনিধিগন এ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাঁওকান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সাবেক পৌর কাউন্সিলর কমলেশ চক্রবর্ত্তী মনু, আসিফ খান (অজয়), বুলবুল মিয়া, শহিদ মিয়া, হাসমত আলী, ফারুক মিয়া, টিটু প্রমুখ।
তিন বারের সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ কুতুব উদ্দিন তালুকদার বলেন, বন্যা দুর্গত এলাকায় ৭০টি পরিবারকে ১হাজার টাকা করে নগদ বিতরণ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সুস্থ হলে, এলাকায় গিয়ে এ কার্যক্রম চলমান রাখবো ইনশাআল্লাহ।