ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা দরে চাল ও ১৮ টাকা দরে আটা কিনতে পারবেন। বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।
তিনি বলেন, সরকার গরীব মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। আশা করি এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলি উপকৃত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ওএমএস এর ডিলার সুভাষ চন্দ্র সাহা, মো. আলী আজগর, বিপ্লব কৃষ্ণ রায়। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন এসব চাল ও আটা প্রদান করা হবে।