ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে ‘‘নদী ভাঙ্গনে আট গ্রামের মানুষ আতঙ্কে’’ দেশের জাতীয় পত্রিকায় এমন সংবাদ প্রকাশিত হলে ওই এলাকা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। শনিবার সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি, কামারখালী, বহেরাতলী ও রানীখং এলাকার নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করেন।
এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শুভ্র মানখিন, এলাকার গন্যমান্য ব্যক্তি সহ জেলা এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, ভাঙ্গন কবলিত এলাকার মানুষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে নদীর তীর ভাঙন রোধে জিও ব্যাগের কাজ দ্রুত সম্পন্ন্যের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।