ডিএনবি নিউজ ডেস্ক :
জামায়াতে ইসলামীর উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইসলাম কায়েম করার জন্য আপনাদের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ নামাজ, রোজা, হজ-জাকাতে বিশ্বাস করে। নতুন করে আমাদের ধর্ম শেখাতে হবে না।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত মুনাফেকি করছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা কোনো দিন দেশের মঙ্গল চাননি। জিয়াউর রহমান সুযোগ দিয়েছিল বলেই আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন। আর সেই দলকে রক্তচক্ষু দেখাবেন, এটা কেউ মেনে নেবে না।
টুকু আরও বলেন, রাখে আল্লাহ মারে কে? শেখ হাসিনা আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এই দেশের অত্যাচারকারী, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুটকারী সবাই চেয়েছিল টুকু যেন জীবিত না থাকি। আমি ভেবেছি, আমার বন্ধু সাদেক হোসেন খোকা যেমন বিদেশে গিয়ে জীবিত ফিরতে পারে নাই। আমারও মনে হয়, বাক্সের মতো বন্দি হয়ে আসতে হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য এবং দেশবাসীর সেবা করার জন্য বিএনপি আমাকে আবারও ধানের শীষ তুলে দিয়েছে। চিরকাল আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। নির্বাচিত হলে শ্রমিকদের জন্য যা যা করলে কল্যাণকর, সেসব কিছু করব। আপনাদের সেবা করে শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই।
এর আগে বিকেল ৩টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এসে পৌঁছান ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী তাকে সংবর্ধনা দেন। এরপর ছাদখোলা গাড়িতে কড্ডার মোড় থেকে জেলা শহরে বিভিন্ন মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে করতে আসেন।
