dnb news :
নেত্রকোণার দুর্গাপুর কংস নদীর মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা ডুবির ঘটনায় ১৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরবর্তী ডেউটুকুন ফেরীঘাটের জেলেদের জাল থেকে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত শিশুর পরিচয় পাওয়া গেছে, তার নাম মাহাবুব (১২) সে ডেউটুকুন গ্রামের রেনু মিয়া পুত্র। মাহাবুব এর মরদেহ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের পুত্র সোহেল (২১)।
উল্লেখ্য, (৫ জুলাই) বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলার মুচার বাড়ী ফেরীঘাট থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত ফেরী নৌকা দিয়ে কংস নদী পারাপারের সময় নদীর তীব্র স্রোতে হঠাৎ কাৎ হয়ে
নৌকা ডুবির ঘটনায় বেশীরভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নৌকার ৩ যাত্রী নিখোঁজ হয়।
পূর্বধলা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু সাইদ জানান, আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কংশ নদীতে বাকী দুই জনের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করছে।