ডা. মুরাদের সহযোগিতায় সাইকেলে হজ্বে যাচ্ছেন ৩ যুবক

ডিএনবি নিউজ ডেস্ক:

জামালপুরের স্থানীয় ৩ জন যুবককে বাইসাইকেল উপহার দিয়েছেন ডা. মুরাদ হাসান। পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে ইচ্ছুক এমন তিন যুবককে এই উপহার দেওয়া হয়েছে।

বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন মুরাদ হাসান। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে সেই তিন যুবকের তোলা কয়েকটি ছবি আপলোড করেন তিনি।

ফেসবুকে ডা. মুরাদ হাসান লিখেছেন, বাইসাইকেলযোগে সৌদি আরবে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন তারুণ্যে ভরপুর এই ৩ জন যুবক। পবিত্র এই নিয়ত পরিপূর্ণ করার লক্ষ্যে আমি সকল প্রকার সহযোগিতা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের দোয়া করার অনুরোধ করছি যাতে আমার নির্বাচনী এলাকার এই ৩ যুবক সহিসালামতে সৌদি আরব সাইকেল যোগে পৌঁছাতে পারেন এবং পবিত্র হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন।

ধর্মীয় কাজে এমন সহযোগিতা করায় অনেকেই ডা. মুরাদের প্রশংসা করছেন।




শেখ কামাল’র জন্মদিনে দুর্গাপুরে ভাইস চেয়ারম্যানের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি’র আয়োজনে বিরিশিরি নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বরকত উল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাজন শেখ, মো. শাহীন মিয়া, মোঃ সাইফুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

 




‘আল্লাহু আকবর’ ধ্বনির মোহে জাপানি চিকিৎসকের ইসলাম গ্রহণ

ডিএনবি নিউজ ডেস্ক:

জাপানি ডা. শুতারো তাকাই একজন প্রাচীন থেরাপি বিশেষজ্ঞ। ‘আল্লাহু আকবর’ ধ্বনি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। জাপানের টোকিও শহরের বাসিন্দা এই ডাক্তার। ডা. শুতারো বর্তমানে পাকিস্তানের লাহোর শহরে বসবাস করেন।

জাপানি ডা. শুতারো তাকাই ইসলাম ধর্ম গ্রহণের পরেই নিজের নামও পরিবর্তন করেছেন। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রা. এর নামের সাথে মিল রেখে ‘আলী’ রেখেছেন তার নাম।

ডা. শুতারো তার প্রাচীন জাপানি থেরাপি কৌশলের মাধ্যমে একজন পেশী ও জয়েন্ট বিশেষজ্ঞ। বর্তমানে পাকিস্তানের লাহোরে বসবাস করছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ডা. শুতারো জানান, তার কাঁধে অসহ্য ব্যথা ছিল। জাপানে তার পাকিস্তানি বন্ধু মাকসুদ তাকে মকসুদের বন্ধু সৈয়দ বাবর বুখারির কথা বলেছিলেন, যিনি আল্লাহু আকবর বলে সুস্থ হয়েছিলেন।

জাপানি ডাক্তার বাবর বুখারির সাথে ফোনে কথা বলেছিলেন তিনি। তিনি তাকে পাঁচ মিনিটের জন্য আল্লাহু আকবার বলতে বলেছিলেন। এই প্রক্রিয়া শেষ করার পরেই সাথে সাথে ব্যথা থেকে মুক্ত হোন তিনি।

ডাক্তার আলী ফোনে কথা বলার পরেই পাকিস্তানে চলে আসেন। সৈয়দ বাবর বুখারির সাথে দেখা করেন। এরপরেই ইসলাম গ্রহণ করেন।
ডা. আলী এই চিকিৎসার জন্য একটি বিশেষ ডিভাইস এর ব্যবস্থা করেছেন যার নাম দিয়েছেন CS60। ডিভাইসগুলি শরীরের অক্সাইড নির্ণয় করে। এটি পেশি ও শিরায় ঘষলে শরীরের বিভিন্ন অংশের ব্লকেজ খুলে দেয়। তবে ব্যাথা নিরাময়ের আধ্যাত্মিক পদ্ধতি দেখে আশ্চর্য হয়ে যান তিনি।




চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার ভোরে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসায় সর্প দংশনের ঘটনা ঘটে।

নিহতরা হলো- দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদরাসার নাজেরানা বিভাগের ছাত্র ছিল। তারা মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করতো।

মাদ্রাসার পরিচালক হাজী আক্তার ফারুক বলেন, সোমবার ভোরে মাদরাসার বোডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সাপে কামড় দেয়। বমি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে কিছুতে কামড় দিয়েছে। তাই বমি হচ্ছে। এসময় আব্দুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন ছিল। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায় তারা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদরাসাছাত্রকে জরুরী বিভাগে নেয়া হয়। তাদেরকে সাপে দংশন করেছে বলে পরিবারের লোকজন জানান। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায় ওই দুই ছাত্র।




হজ্ব শেষে দেশে ফিরলেন ৩৯০৭০ হাজি

আওয়ার ইসলাম ডেস্ক:

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরলেন মোট ৩৯ হাজার ৭০ জন হাজি।

রোববার (৩১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় মো. আবু তালেব মোল্লা (৫৬) নামে আরও এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তার বাড়ি মেহেরপুর জেলায়। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে সর্বমোট ২৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও সাতজন নারী।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।




১০ জুলাই ঈদুল আজহা পালন করবে যেসব দেশ

ডিএনবি নিউজ ডেস্ক: 

এশিয়ার কয়েকটি দেশ ও স্বায়ত্বশাসিত অঞ্চল আগামী ১০ জুলাই ঈদুল আজহা পালন করবে বলে সরকারিভাবে ঘোষণা দিয়েছে। এসব দেশ হলো—মালয়েশিয়া, হংকং, জাপান, ইন্দোনেশিয়া ও ব্রুনাই।

সরকারি চাঁদ দেখা কমিটি ও প্রাদেশিক গভর্নরদের সংস্থা রুলার্স কনফারেন্সের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বেরনামা এক টুইটবার্তায় জানিয়েছে, ‘আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবেন মালয়েশিয়ার মুসলিমরা।

স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ের মুসলিশ সংস্থা দ্য মুসলিম কাউন্সিল অব হংকংও ১০ তারিখ ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়ে এক বিবৃতি বলেছে, ‘আজ হংকংয়ের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।’

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ১০ দিন পর কোরবানির ঈদ বা ঈদুল আজহা পালিত হয়।

এক বিবৃতিতে জাপানের চাঁদ দেখা কমিটি রুয়াত-ই-হিলাল জানিয়েছে, বুধবার দেশের ২৮টি এলাকা থেকে পর্যবেক্ষণ করেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে জাপানের মুসলিমরা আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবেন।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির প্রতিনিধিরা ইন্দোনেশিয়ার ২৮টি পয়েন্ট থেকে আকাশ পর্যবেক্ষণ করেছেন এবং বুধবার এসব পয়েন্টের কোনোটি থেকে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়ার মুসলিমরা ১০ জুলাই ঈদুল আজহা পালন করবেন। একই ঘোষণা দিয়েছে ব্রুনাইও।

এর আগে গত ২২ জুন সংযুক্ত আরব আমিরাত আগামী ৯ জুলাইকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বলে ঘোষণা করেছিল।

তবে সরকারিভাবে এখনও চুড়ান্ত কোনো ঘোষণা দেয়নি আমিরাতের সরকার।




দুর্গাপুরে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুরে ভয়াল বন্যার কবলে পড়া দুর্গত মানুষদের সহায়তায় শায়েখ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বিতরণ করা হয় শনিবার ।

শায়েখ আহমদুল্লাহর বিশ্বস্ত সহচর ও আস্ সুন্নাহ ফাউন্ডেশন নেত্রকোণা জেলা প্রতিনিধি মাওঃ আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে দুর্গাপুরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর, গাঁওকান্দিয়া, চৈতাটি, গৌরাখালী ও জাগিরপাড়া গ্রামের প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন ও চন্ডিগড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় ১৫ মেট্রিকটন ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, চিড়া ১ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ১০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম, ৭৫ গ্রাম সাবান, ওরস্যালাইন ১০টা ও  পেঁয়াজ ১ কেজি করে প্রদান করা হচ্ছে।




দুর্গাপুরে শিকড় মানবকল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে ঢাকাস্থ ‘‘শিকড় মানবকল্যান ফাউন্ডেশন’’ এর আয়োজনে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিকড় মানবকল্যান ফাউন্ডেশনের পরিচালক মুফতি জামাল উদ্দিন, মাওলানা এমদাদুল হক, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ সাইদুল ইসলাম, ইউপি সদস্য ইসমাইল শেখ প্রমুখ। দুর্গাপুর উপজেলার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর, গৌড়াখালি কান্দা, জাগিরপাড়া ও জাঙ্গালিয়াকান্দায় নদী পাড়ের ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।




সৌদি আরবে এক বাংলাদেশি বায়তুল্লাহর মুসাফিরের ইন্তেকাল

ডিএনবি নিউজ ডেস্ক:

হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর কবির (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১১ জুন মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন তিনি। তার পাসপোর্ট নম্বরঃ A01012228 । গত ৫ জুন থেকে সর্বমোট ৭,৫৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সৌদি পৌঁছানোর পর এই প্রথম কোন বাংলাদেশি ইন্তেকাল করলেন। সৌদি আরবে নিযুক্ত মৌসুমী হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সৌদিতে হজযাত্রী নিতে ১২ জুন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইনাসের ৩টি ফ্লাইট হজযাত্রী নিয়ে গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪,০০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩,৫৮৫ জনসহ সর্বমোট ৫৭,৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশে থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে যাবে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।




দুর্গাপুরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডিএনবি নিউজ ডেস্কঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নেত্রকোণা জেলার দুর্গাপুরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রান মুসল্লিগন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটি এ সমাবেশের আয়োজন করে।
‘‘বিশ্ব নবীর অপমান-সইবে না রে মুসলমান’’ এ প্রতিপাদ্যে দুর্গাপুর মার্কাজ মাদ্রাসা চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে ভ্রান্ত সা’দপন্থী সুরুজ আলী সোরওয়ার্দী কর্তৃক দুর্গাপুরের ৯জন খ্যাতিমান আলেমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
লক্ষীপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাকুমারা মাদ্রাসার মোহ্তামীম হাফেজ মোস্তফা, দুর্গাপুর কাচারী মাদ্রাসার মোহ্তামীম অলি উল্লাহ্, কাপাসাটিয়া মাদ্রাসার মোহ্তামীম হাফেজ রুহুল আমিন, ঝান্জাইল মাদ্রাসার মুফতি হাবিবুর রহমান, মাসকান্দা মাদ্রাসার মোহ্তামীম হাফেজ আব্দুল কাদির, বিলাশপুর মাদ্রাসার মোহ্তামীম মাওঃ নূর উদ্দিন, মাওঃ মাসউদুর রহমান, মাওঃ মুজিবুর রহমান সহ প্রমুখ আলেমগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নবী করিম (সা:) মুসলমানদের কলিজা। হুজুর (সা:) এর অপমান কোনো ভাবেই সহ্য করা হবে না। জীবনের বিনীময়ে হলেও হুজুর (সা:) এর মান মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তারা।